আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে খিলক্ষেতের ‘লা মেরিডিয়ান’ হোটেলের বিপরীত পাশে রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় তিনি আহত হোন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ রিয়াজুল করিম জানান, খিলক্ষেত রেল স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন