আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছয় অস্ত্র উদ্ধার

চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেপ্তার ১০৪৩

স্টাফ রিপোর্টার
চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেপ্তার ১০৪৩

দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। গত শনিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানের দুই দিনে সারাদেশে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আওতায় ৯০৭ জন আটক হয়েছেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু ও রিচার্জেবল স্টেনগান।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের সহকারি মহা পরিদর্শক (এআইজি-মিডিয়া) জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে যারা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে চায়, তাদের বিরুদ্ধে এ অভিযান চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং ফ্যাসিস্ট শক্তি দমনে এ অভিযান শুরুর সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের জন্য ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালু করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর প্রথম পর্যায় শুরু হয়। এবার তার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ের অভিযান হাতে নেওয়া হলো। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে এ অভিযান নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যেখানে অনেক ব্যবহারকারী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন