ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সকালে ঢাকা পৌঁছেছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ও ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিক্রম মিশ্রি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক সভায় যোগ দেবেন। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রসচিব। আজ রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

