আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায়

বিক্রম মিশ্রি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক সভায় যোগ দেবেন। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

আতিকুর রহমান, চবি
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায়

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সকালে ঢাকা পৌঁছেছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ও ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বিজ্ঞাপন

বিক্রম মিশ্রি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক সভায় যোগ দেবেন। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রসচিব। আজ রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন