স্টাফ রিপোর্টার
চার দিনের সরকারি সফর শেষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায় শুভেচ্ছা বিনিময় করেন।
মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার চার দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। সেদিন বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে স্বাগত জানান।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার, তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এবং শরণার্থীদের সঙ্গে ইফতার করেন।
শনিবার সকালে গুতেরেস জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন এবং বাংলাদেশ কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন। দুপুরে তিনি জাতীয় ঐকমত্য গঠনের জন্য কমিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে তার ঢাকার কর্মসূচি শেষ করেন।
চার দিনের সরকারি সফর শেষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায় শুভেচ্ছা বিনিময় করেন।
মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার চার দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। সেদিন বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে স্বাগত জানান।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার, তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এবং শরণার্থীদের সঙ্গে ইফতার করেন।
শনিবার সকালে গুতেরেস জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন এবং বাংলাদেশ কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন। দুপুরে তিনি জাতীয় ঐকমত্য গঠনের জন্য কমিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে তার ঢাকার কর্মসূচি শেষ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
১৪ মিনিট আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
৪৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
১ ঘণ্টা আগে