কাউকে ঠকানো নয়, পারষ্পারিক শ্রদ্ধা ও বিশ্বাসই হতে হবে ঢাকা দিল্লি সম্পর্কের মূলভিত্তি। গতকাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ভারতে নিযিুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ এই মন্তব্য করেন।
বাংলাদেশ হাই কমিশনের মৈত্রী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর মিলিটারী অপারেসন্স’র মহাপরিচালক লে. জেনারেল মনীষ লুথরা। অনুষ্ঠানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার বক্তব্যে বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। আমাদের মধ্যে রয়েছে অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং ভৌগলিক বন্ধন। দৃঢ় ভিত্তির ওপর রচিত দুই দেশের মানুষের সম্পর্ক। তিনি বলেন, কাউকে ঠকিয়ে নয়, বরং পারষ্পারিক সমমর্যাদা এবং বিশ্বাসই হবে দুই দেশের সম্পর্কের ভিত্তি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে হাইকমিশনার আরো বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সেই চ্যালেঞ্জিং সময়ে ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দু-দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ এবং স্পর্শকাতর ইস্যু রয়েছে। দু’দেশের জনগণের জন্য সুন্দর একটি ভবিষ্যত গড়তে দু’দেশকে প্রজ্ঞারে সঙ্গে সামনের দিনগুলোতে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের জনগণের জন্য শান্তি, স্থিতিশীল ও উন্নত ভবিষ্যত গড়তে দুদেশকে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি পারষ্পারিক সহযোগিতার সুযোগগুলোতে কাজে লাগাতে হবে।
হাইকমিশনার তার বক্তব্যে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ লাঞ্ছনার শিকার নারী এবং মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া ১৬৬৮ জন ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

