নির্বাচনী দায়িত্বে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রাখা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
এক ব্রিফিং এ মি. সানাউল্লাহ বলেন, এই সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কাল সিইসির বক্তব্যের জন্য বিটিভির কাছে চিঠি পাঠানো হবে।
ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং শেষ হবে সাড়ে চারটায়।
তিনি আরো জানান, আগের রাতে ব্যালটসহ সব সামগ্রী পৌঁছে যাবে ভোটকেন্দ্রগুলোতে।
একইসাথে কাল প্রবাসীদের জন্য ব্যালট পেপার ছাপানো হবে এবং পরশুদিন থেকে সেগুলো পাঠানো শুরু হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে ভোট নিয়ে ইসলামী ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তার সাথে জামায়াত নেতার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

