নিউ মার্কেট থেকে প্রচুর দেশীয়ও অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২: ৩৯
ছবি: আমার দেশ

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- সামুরাই চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেয়া হতো বলে জানানো হয়েছে। 

শনিবার রাত দুইটার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলন সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লে. কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানান। 

বিজ্ঞাপন

তিনি জানান, দুই দিনের ধারাবাহিক অভিযানে নিউ মার্কেটের একাধিক দোকান ও গুদাম থেকে ১১০০ এর বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র কোনো গৃহস্থালির কাজে ব্যবহার হয় না। গত কয়েক মাসে একাধিক হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ে ব্যবহৃত এসব অস্ত্র হতো। আমরা যখন কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করি তাদের কাছ থেকে এই ধরনেরই সামুরাই পেয়েছি।

তিনি আরও জানান, তারা দোকানের সামনে অন্য জিনিসপত্র ওপেনে বিক্রি করলেও এসব সামুরাই গোপনে গোডাউনে রেখে দেয় এবং সেখান থেকে তারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিত। কিছু কিছু জিনিস আছে এগুলো হাউজহোল্ডে ব্যবহৃত হয়। এগুলো ওপেনলি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই সামুরাই তারা গোপনে বিক্রি করে এবং সেগুলো তারা ফ্রি হোম ডেলিভারি দেয়। এসব হোম ডেলিভারি তারা কিশোর গ্যাংদের কাছেই দিয়ে থাকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত