আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হবে: ভূমি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হবে: ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, শিগগিরই সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হবে। ভূমি ব্যবস্থাপনায় সনাতনী পদ্ধতি থেকে আমরা ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। এ ট্রানজেকশনটা ক্ষেত্র বিশেষে একটু পেইনফুল হয়।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে ভূমি উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা চান সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে আসুক। বর্তমানে আমরা ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করছি।

আলী ইমাম মজুমদার বলেন, আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব খাতে প্রশিক্ষিত জনবল ও কোম্পানিগুলোর সহায়তা পেতে শুরু করেছি। আমরাও লোকজনকে প্রশিক্ষণ দিতে শুরু করেছি। আশা করছি সেদিন বেশি দূরে না যে সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল আওতায় আসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন