আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশে এক নারীর দেহে এইচএমপিভি ভাইরাস শনাক্ত

স্টাফ রিপোর্টার
দেশে এক নারীর দেহে এইচএমপিভি ভাইরাস শনাক্ত

এবার বাংলাদেশেও শনাক্ত হলো চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত রোগী। আক্রান্ত ব্যক্তি নারী, তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা বলে জানা গেছে।

রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আইইডিসিআর'র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গত শনিবার আমরা নতুন করে একজনের দেহে এইচএমপিভি সংক্রমণের একটা রিপোর্ট পেয়েছি। তিনি এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত।

তিনি বলেন, তিনি দেশেই আক্রান্ত হয়েছেন, কারণ তার কোন বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। এটা খুবই স্বাভাবিক। হিউম্যান মেটানিউমোভাইরাস বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। তাই এটা নিয়ে নতুন করে আতঙ্কের কিছু নেই।

সম্প্রতি ভারতেও এইচএমপিভি ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। ভাইরাসটির প্রবেশ ঠেকাতে গত সপ্তাহে দেশের স্থলপথ ও আকাশ পথে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন