গোলটেবিল বৈঠকে বক্তারা

জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২০: ৪৪

‘জুলাই জোট’ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, জনগণই আগামীতের নিজেদের শাসক নির্ধারণ করবে। তারা বলেন, জাতি আজ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয়; বরং এটি দীর্ঘ ১৮ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ।

রোববার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এই গোলটেবিল বৈঠক হয়। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই জোটের সদস্য মাওলানা মাবরুরুল হক। এতে স্বাগত বক্তব্য দেন জোটের অন্যতম সদস্য মাওলানা জামিল সিদ্দিকী। সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক মাওলানা মূসা আল হাফিজ।

বিজ্ঞাপন

বৈঠকে বক্তারা বলেন, আগামীতে বাংলাদেশ কারা শাসন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। দিল্লি, পিন্ডি বা অন্য কোনো দেশ সেটা নির্ধারণ করার কেউ না। তারা মনে করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে— জাতির ঐক্যবদ্ধ কণ্ঠস্বর কখনো ব্যর্থ হয় না। তাই বিভাজন নয়; প্রয়োজন ঐক্য ও মূল্যবোধনির্ভর রাজনীতির চর্চা।

বক্তারা বলেন, ইসলাম ক্ষমতায় যাওয়ার কোনো কর্মসূচির নাম নয়; ইসলাম হলো মানবিকতা, নৈতিকতা ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান। এ সময় তরুণ আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আপনারা বিভাজনের হাতিয়ার নয়, ঐক্যের সেতুবন্ধন হোন। প্রান্তিক রাজনীতির শিকার হওয়ার পরিবর্তে মূল্যবোধনির্ভর নেতৃত্বের নির্মাতা হয়ে উঠুন।

আলেমদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, একদিকে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা যেমন স্পষ্ট, অন্যদিকে দ্বীনের বিকৃতি ও নীতিবিচ্যুতিকে ধর্মের নামে প্রতিষ্ঠার অপচেষ্টাও একটি বাস্তব চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে আলেম সমাজকে ‘নবিদের উত্তরসূরী’ হিসেবে তাদের প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সদ্য অনুষ্ঠিত ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, লেখক ও গবেষক মাওলানা ইফতিখার জামীল, এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী ও যুগ্ম সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা বেলাল আহমাদ চৌধুরী প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত