কাল জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে কমিশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২০: ৫৯

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে সুপারিশ জমা দেবে কমিশনের সদস্যরা। রোববার কমিশনের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকালে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতির সুপারিশ জমা দেবেন দেওয়া হবে। এতে অংশ নেবেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ আমরা চুড়ান্ত করেছি। দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জমা দেব।

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর করা হয় ১৭ অক্টোবর। ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া ২৪টি রাজনৈতিক দলের নেতা, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং কমিশনের সদস্যরা এ ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টা এ বিষয়ে বলেন, রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। এই দলিল বিশ্বে এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।

মূল স্বাক্ষরের দুই দিন পর গণফোরামও জুলাই সনদে স্বাক্ষর করে।

গত ১৭ অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সংলাপে অংশ নেওয়া ৩০টি দল ও জোটকে আমন্ত্রণ জানালেও ২৫টি দল অংশ নেয়। এর মধ্যে ২৪টি দল ওইদিন সনদে স্বাক্ষর করলেও গণফোরাম দুইদিন পর সই করে।

সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের রূপরেখা না দেখে স্বাক্ষর না করার কথা জানিয়েছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এছাড়া সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ এ চারটি বাম দলও তাদের আপত্তির কথা জানিয়ে সনদে সই না করার সিদ্ধান্তে অটল রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত