ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় বাড়ছে। বুধবার আপিল কার্যক্রমের তৃতীয় দিনে ইসির স্থাপিত বুথগুলোতে মোট ১৩১টি আবেদন জমা পড়েছে।
এর ফলে গত তিনদিন মিলিয়ে মোট আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টিতে। এর মধ্যে প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন ১২২টি ও তৃতীয় দিন ১৩১টি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত ১০টি অঞ্চলের বুথে প্রার্থীরা তাদের আইনজীবীদের সঙ্গে নিয়ে আবেদন জমা দিচ্ছেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা প্রার্থিতা ফিরে পেতে এবং যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপিল করছেন।
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা অঞ্চলে ৩১টি, কুমিল্লা অঞ্চলে ১৯টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, খুলনা অঞ্চলে ১১টি, রাজশাহী অঞ্চলে ১৫টি, রংপুর অঞ্চলে ৯টি, ফরিদপুর অঞ্চলে সাতটি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৯টি ও সিলেট অঞ্চলে চারটি আবেদন জমা পড়েছে।
কমিশন সূত্র জানায়, আপিলকারীদের বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র বা রাজনৈতিক দলের প্রার্থী। তবে এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। কুমিল্লা অঞ্চল থেকে একজন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে চারটি আবেদন জমা পড়েছে বলে ইসি কর্মকর্তারা নিশ্চিত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

