সাংবাদিক তুহিন হত্যার অন্যতম আসামি আরমান গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১২: ১৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রফিকুল ইসলাম আরমানকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিজ্ঞাপন

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো: রবিউল হাসান।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে অংশ নেয়া নীল রঙের শার্ট পরিহিত যাকে দেখা গেছে সে এই আরমান। র‌্যাব তাকে থানায় হস্তান্তরের জন্য রিকুইজিশন চেয়ে বার্তা দিয়েছে এবং ইতোমধ্যেই সেটি র‌্যাবে পাঠিয়ে দেয়া হয়েছে।

এনিয়ে সাংবাদিক তুহিন হত্যা মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে তিনজনকে র‌্যাব এবং ছয়জনকে বাসন থানা ও জিএমপি গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত