আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জানাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার

ভোট পর্যবেক্ষণে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল চার বিভাগে যাবে

স্টাফ রিপোর্টার

ভোট পর্যবেক্ষণে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল চার বিভাগে যাবে
ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন মার্কিন দূতাবাস থেকে একটি ‘ইন্ডিপেন্ডেন্ট’ (স্বাধীন) প্রতিনিধি দল ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না।

বিজ্ঞাপন

ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যের পর ইসি সিনিয়র সচিব ওই ব্রিফিংয়েই ওইসব তথ্য জানান এবং আরও বলেন যে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও যাতায়াতের ব্যবস্থা নিয়ে জানতে চেয়েছেন।

আখতার আহমেদের বক্তব্য অনুযায়ী, মার্কিন দূতাবাস থেকে যে স্বাধীন প্রতিনিধি দল আসবেন, তারা ‘‘আমাদের ফরমাল অবজার্ভার না, এমনিতে ভোটের অবস্থা দেখতে যাবেন। উনারা উনাদের সেনেটে একটা রিপোর্ট করবেন।’’

এখন তারা ‘‘কী করবেন, কীভাবে অবজার্ভ করবেন, এ ব্যাপারে আমরা কিছু বলি নাই, আমাদের এখতিয়ারও নাই। তবে উনারা ক’জন যাবেন, সেই লিস্ট আমাদের দেবেন। আমরা তখন ফ্যাসিলিটেট (সহায়তা) করবো।’’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...