স্টাফ রিপোর্টার
খ্যাতনামা শিল্পপতি ও শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা বেনজির আহমেদ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৯ থেকে ২২ জুন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এসিবিএসপি বার্ষিক সম্মেলন ২০২৫ -এ ঘোষণা দেওয়া হয়।
বেনজির আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য এবং সাবেক চেয়ারম্যান। একইসঙ্গে তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এসিবিএসপি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানকারী সংস্থা, বিশ্বব্যাপী ব্যবসায় প্রশাসন শিক্ষার মান উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে কাজ করে। দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলটি এই অঞ্চলের দেশগুলোতে ব্যবসায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেনজির আহমেদের এই কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একাডেমিক নেতৃত্বের অংশগ্রহণ আরও সুদৃঢ় হলো।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বেনজির আহমেদ বলেন, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। দক্ষিণ এশিয়াজুড়ে একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি, উদ্ভাবন, ও আন্তর্জাতিক মান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।”
এসিবিএসপি-এর এই বার্ষিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে ব্যবসায় শিক্ষার মানোন্নয়ন, স্বীকৃতি প্রক্রিয়ার উন্নয়ন এবং ভবিষ্যতের শিক্ষানীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বেনজির আহমেদের এ অর্জন শুধু বাংলাদেশের উচ্চশিক্ষার কূটনীতি জোরদার করছে না, বরং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা নেতৃত্ব ও গুণগত মান নিশ্চিতের অংশগ্রহণকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
খ্যাতনামা শিল্পপতি ও শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা বেনজির আহমেদ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৯ থেকে ২২ জুন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এসিবিএসপি বার্ষিক সম্মেলন ২০২৫ -এ ঘোষণা দেওয়া হয়।
বেনজির আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য এবং সাবেক চেয়ারম্যান। একইসঙ্গে তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এসিবিএসপি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানকারী সংস্থা, বিশ্বব্যাপী ব্যবসায় প্রশাসন শিক্ষার মান উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে কাজ করে। দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলটি এই অঞ্চলের দেশগুলোতে ব্যবসায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেনজির আহমেদের এই কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একাডেমিক নেতৃত্বের অংশগ্রহণ আরও সুদৃঢ় হলো।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বেনজির আহমেদ বলেন, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। দক্ষিণ এশিয়াজুড়ে একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি, উদ্ভাবন, ও আন্তর্জাতিক মান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।”
এসিবিএসপি-এর এই বার্ষিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে ব্যবসায় শিক্ষার মানোন্নয়ন, স্বীকৃতি প্রক্রিয়ার উন্নয়ন এবং ভবিষ্যতের শিক্ষানীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বেনজির আহমেদের এ অর্জন শুধু বাংলাদেশের উচ্চশিক্ষার কূটনীতি জোরদার করছে না, বরং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা নেতৃত্ব ও গুণগত মান নিশ্চিতের অংশগ্রহণকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪২ মিনিট আগেপ্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদে স্বাক্ষরের যে উদ্যোগ নিয়েছিল, তা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা ঐক্য ও পরিবর্তনের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতেও সহায়ক হয়েছে।
১ ঘণ্টা আগেঅংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনি যুদ্ধকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই।
১ ঘণ্টা আগে