জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৩
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩০

জাপানে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাপান সেল। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো এক চিঠিতে গত ৩ সেপ্টেম্বরের জাপানে জনশক্তি পাঠানোর বিষয়ে ৩য় সভায় নেওয়া এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে হওয়া ওই সভার সিদ্ধান্তের মধ্যে রয়েছে— জাপান সেলের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মাধ্যমে ফেসবুক পোস্ট দেওয়া, যা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হবে। জাপানে কর্মসংস্থান বৃদ্ধিতে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান নিশ্চিত করার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্প্যাসিফাইড স্কিলড ওয়ার্কার্স (এসএসডাব্লিউ) ক্যাটাগরিতে কর্মীদের জাপানে পাঠানো হবে। মন্ত্রণালয়, বাংলাদেশ ও জাপানের দূতাবাস, বিজনেস ওয়ার্ল্ডসহ বিভিন্ন দপ্তরের সহায়তায় জাপান ডেস্কের কার্যক্রম চালু হয়েছে। এর আওতায় জাপানে বিদ্যমান শ্রমবাজারের চাহিদার অনুসন্ধান; কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত ও প্রচারণা; কর্মীদের ভাষা প্রশিক্ষণ, ডিজিটাল টেস্ট ও তথ্যসংগ্রহ; জাপান ও বিদেশের বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন; মন্ত্রণালয়ের সেন্টার (কিউসিএস-১৭) এর কার্যক্রম রয়েছে।

এছাড়া কাইকম ড্রিম স্ট্রিট বিডি কোম্পানি লিমিটেডের (কেডিএস) মাধ্যমে দক্ষ নার্সিং সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।

জাপান ডেস্ক চালুর পর জাপান সেলের নিজস্ব ওয়েবসাইট (bd2japan@probashi.gov.bd) এবং ফেসবুক পেইজ চালু করা এবং তার মাধ্যমে কর্মসংস্থান সম্পর্কিত তথ্যাদি ও ভাষাগত দক্ষতা, ভিসা, কাজ, বেতন ও অন্যান্য সুবিধাদি সম্পর্কে তথ্য শেয়ার করা; যোগাযোগের জন্য বিশেষ ই-মেইল (info.japancell@probashi.gov.bd) চালু করা; জাপানের ওটিআইটি, জাপান ফাউন্ডেশনের দুটি জাপানিজ ভাষা শিক্ষার অ্যাপস জাপান সেলের ফেসবুক পেইজে আপলোড করা; বাংলাদেশ থেকে জাপানে কর্ম-প্রার্থীদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টদের জন্য জাপানিজ লোনের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা; জেএলপিটি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি প্রেক্ষিতে অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র স্থাপন করা; অনলাইন জাপান ভাষা প্রশিক্ষণ পরীক্ষামূলক কার্যক্রম গত ১৪ আগস্ট হতে চালু করা; জাপানি ভাষা ও স্কিল প্রশিক্ষণের জন্য জাপানের স্ট্যান্ডার্ড অনুযায়ী কার্যক্রম সীমিত করার জন্য ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট অথরিটি অনুমোদন দেওয়া; জাপানি ভাষা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারীদের ও শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ একটি ডাটাবেজ তৈরির কাজ বিশ্ববিদ্যালয়ে প্রদান করা; জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম বিদ্যালয় সমন্বয়কারী সমাধান করে এবং কার্যক্রম অধিকতর মানসম্মত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কমিটি গঠন করা; জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষকগণের বেতন ভাতা প্রতি ঘণ্টা ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে মাসিক ভাতা দেওয়া; জাপানি ভিসার জন্য আবেদনকারীদের ক্ষেত্রে ভিসা সেবার বিদ্যমান সমস্যা নিরসন করা; জাপানের সহায়তায় জাপানি ভাষা ও স্কিল প্রশিক্ষণের জন্য একটি প্রকল্প প্রণয়ন ২ জুলাই ইকোনমিক রিলেশনস ডিভিশনে পাঠানো ইত্যাদি।

জানানো হয়েছে, জাপানের নিয়োগকর্তা এবং বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ম্যাচ মার্কেটিং ইভেন্ট আগামী ৪ ও ৭ নভেম্বর টোকিও এবং নাগোইয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাপানি ভাষার আইসিটি প্রশিক্ষণ উন্নয়নের কাজ শুরু হয়েছে। অনলাইন ভাষা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর জন্য একটি এলএমএস তৈরির লক্ষ্যে বিএমইটি একটি সফটওয়ার রিকোয়ারমেন্টস স্প্যাসিফিকেশন তৈরি করছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত