নতুন দল ঘোষণার অনুষ্ঠানের বিষয়ে ডিএমপিকে চিঠি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ১৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল ঘোষণার অনুষ্ঠানের বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক কমিটির দপ্তর সেল বুধবার ওই চিঠি দেওয়ার কথা জানায়।

চিঠিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। বিষয়টি আপনার জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অবহিত করা হল।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, তারা ডিএমপি কমিশনারের কাছে এসেছিল।

দল ঘোষণার প্রস্তুতি হিসেবে বুধবার বিকেল ৫টায় বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে বৈঠকও করেন কমিটির কেন্দ্রীয় নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের বড় অংশ নিয়ে গঠন করা হচ্ছে এ নতুন দল।

বর্তমান কমিটিতে নেই এমন অন্তত ৩০ শতাংশ নতুন মুখ যুক্ত করে দেড়শ থেকে ২০০ জনের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে হবে দলের গোড়াপত্তন। ধীরে ধীরে এ কমিটির সদস্য সংখ্যা ৩০০ জনে উন্নীত হবে। ততদিনে সমান্তরালভাবে জেলা কমিটিগুলো গঠন করা হবে।

সারাদেশে এ দলের কাঠামো ছড়িয়ে দিতে একের পর এক থানা কমিটি দিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দলের গঠনতন্ত্র, দর্শন, ঘোষণাপত্র, দলীয় প্রতীক চূড়ান্ত করতে চলছে নানা তৎপরতা। নতুন দলের আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নাম আলোচিত হচ্ছে। সদস্য সচিব হিসেবে আখতার হোসেন ও নাসিরউদ্দীন পাটওয়ারীর নাম শোনা যাচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত