আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধান উপদেষ্টাকে ফোন করে যা বললেন জাতিসংঘ মহাসচিব

আমার দেশ অনলাইন
প্রধান উপদেষ্টাকে ফোন করে যা বললেন জাতিসংঘ মহাসচিব

সুদানে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে এ শোক প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুই নেতা আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস গুতেরেসকে আশ্বস্ত করেন যে অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন আয়োজন করবে। গুতেরেস আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সফলভাবে নির্বাচন সম্পন্ন করবে।

বিজ্ঞাপন

ড. ইউনূসকে গুতেরেস বলেন, “আমি গভীর শোক জানাতে ফোন করেছি। আমি মর্মাহত।” তিনি বাংলাদেশ সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারে তাঁর সমবেদনা পৌঁছে দিতে প্রফেসর ইউনূসকে অনুরোধ করেন।

প্রফেসর ইউনূস বলেন, তিনি শান্তিরক্ষীদের এই ক্ষতি নিয়ে গভীরভাবে দুঃখিত এবং জাতিসংঘের প্রতি আহত সৈন্যদের উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর ও মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানান।

গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের সুদানের একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা চলছে।

ফোনালাপে প্রফেসর ইউনূস জাতিসংঘ মহাসচিবের গত রমজানে বাংলাদেশের সফরও স্মরণ করেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন