বৃষ্টির পূর্বাভাস রাজধানীতে, কমবে তাপমাত্রা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০: ৪২

রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও। এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে।

বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ ছিল।

শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল (রোববার) সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত