টেকসই কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে বিএডিসির ভূমিকা অনন্য

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৭: ০৪

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান বলেন যে, দক্ষ কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলে টেকসই কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে বিএডিসি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।

কৃষি ভবনস্থ সেমিনার হলে ১৬ অক্টোবর তারিখে সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

চেয়ারম্যান আরো বলেন যে, দেশের অর্থনীতির মেরুদন্ড হলো কৃষি। কৃষি ছাড়া দেশের অর্থনীতি ব্যবস্থা কখনই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। আর এ কৃষি ব্যবস্থাপনাকে টেকসইরূপে গড়ে তোলার ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিএডিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ, সুষম নন- ইউরিয়া সার এবং সেচ সুবিধাদি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে বিএডিসি’র রয়েছে এক উজ্জ্বল অধ্যায়। সংস্থার কার্যক্রমের ব্যাপকতা, ধরণ পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু হিসেবে বিএডিসিকে গড়ে তুলতে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, আন্তরিকতা ও অধিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্ম সম্পাদনে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এক অধ্যাদেশ বলে প্রতিষ্ঠিত হয়েছিল।

তিন দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবারে একসঙ্গে মাঠে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এসব দল।

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত