আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌসুমি বৃষ্টিবলয় ‘রিমঝিম’, সারাদেশে বৃষ্টি ঝরাচ্ছে

ঢাবি সংবাদদাতা

মৌসুমি বৃষ্টিবলয় ‘রিমঝিম’, সারাদেশে বৃষ্টি ঝরাচ্ছে

বেশ কয়েকদিনের তাপপ্রবাহের পর স্বস্তি নিয়ে এসেছে মৌসুমি শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, এই বলয়ে দেশের সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে। এই বৃষ্টি বলয়ে দেশের ১০০ শতাংশ এলাকা কমবেশি আক্রান্ত হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এটি দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি ঝরাবে, তবে কিছু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বিডব্লিউওটি জানিয়েছে, ‘রিমঝিম, নামে পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়টি দেশের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে প্রায় সব বিভাগেই সক্রিয় থাকবে। রিমঝিমের প্রভাবে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত ঝরাবে, যা চলমান তাপপ্রবাহের তীব্রতা কমাতে সহায়তা করবে।

এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও ‘রিমঝিম’ সক্রিয় থাকবে। খুলনা ও রাজশাহী বিভাগে এর প্রভাব অপেক্ষাকৃত কম হলেও বৃষ্টি ঝরাবে।

বিডব্লিউওটি সতর্ক করেছে, রিমঝিমের প্রভাবের ফলে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা দেখা দিতে পারে। যদিও কালবৈশাখীর আশঙ্কা নেই, তবে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাগর কিছুটা উত্তাল থাকতে পারে মৌসুমি বায়ুর তারতম্যের কারণে।

‘রিমঝিম’ চলতি বছরের দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়। এটি ১৬ জুন দেশের উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করেছে এবং ২৮ জুনের মধ্যে সিলেট ও চট্টগ্রাম অঞ্চল হয়ে দেশের উপরিভাগ ত্যাগ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছ

শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘রিমঝিম’দেশের আবহাওয়ায় পরিবর্তন আনতে চলেছে। এর প্রভাবে এরইমধ্যে তাপপ্রবাহ প্রশমিত হলেও বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রপাতও আনতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...