১১ জুলাই পর্যন্ত বৃষ্টি থাকবে, কক্সবাজারে সর্বোচ্চ ১৬৯ মি.মি.

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২০: ৩২
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২০: ৩৩

কয়েকদিন ধরে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। আজ সোমবারও তিন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় কক্সবাজারে ১৬৯ মিলিমিটার, টেকনাফে ১৪৭, কুতুবদিয়া ৮২, পটুয়াখালীর খেপুপাড়ায় ৯৪, বরিশালে ২৫, পটুয়াখালী সদরে ৩৯, ভোলায় ৩৬, নোয়াখালীর হাতিয়ায় ৫২, মাইজদীকোর্টে ২১, ফেনি সদরে ৪৫, সিলেটে ৫৮ ও গোপালগঞ্জে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আগেই চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় ১১ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটি বলছে, সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি থেকে অতিভারী হতে পারে। পাহাড়ি এলাকার ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছ। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তর তাদের নিয়মিত পূর্বাভাসে জানিয়েছে, ১১ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এ সময়ে তাপমাত্রা সামান্য বাড়তে বা কমতে কিংবা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আট বিভাগেই এই পাঁচ দিন কমবেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তা হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত