আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশে সৌরশক্তির ব্যবহার বাড়াচ্ছে বিদেশি ফ্যাশন ব্র্যান্ড

আমার দেশ অনলাইন

বাংলাদেশে সৌরশক্তির ব্যবহার বাড়াচ্ছে বিদেশি ফ্যাশন ব্র্যান্ড
পোশাক উৎপাদনে কার্বন নির্গমন কমাতে কারখানার ছাদে সোলার ব্যবহারের দিকে ঝুঁকছে ফ্যাশন ব্র্যান্ডগুলো। ছবি : সৈয়দ মাহবুবুল কাদের

বাংলাদেশে খোলা জায়গার অনেক অভাব। ফলে সৌরশক্তি উৎপাদন একটি সমস্যা। তবে এ ক্ষেত্রে এগিয়ে এসেছে রপ্তানিমুখী পোশাক খাত। আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের চাপের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাত সবুজ জ্বালানি ব্যবহার শুরু করেছে। পোশাক কারখানাগুলোর ছাদের ওপরে সোলার প্যানেল বসিয়ে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

ছোট ও মাঝারি আকারের পোশাক কারখানাগুলোর অবশ্য নিজের খরচে সোলার প্যানেল বসানো অনেক সময় কঠিন হয়। তাদের সহায়তায় এগিয়ে এসেছে কিছু জ্বালানি কোম্পানি।

বিজ্ঞাপন

এ ধরনের এক উদ্যোগের নাম গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ (জিজিআই) যার আওতায় ড্যানিশ কাপড়ের ব্র্যান্ড বেস্টসেলার সোলার এনার্জি কোম্পানি এসওএলশেয়ারের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের বিভিন্ন পোশাক কারখানার ছাদে সোলার প্যানেল বসাচ্ছে৷

এসওএলশেয়ারের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজা সুলতানা মুক্তি এ বিষয়ে বলেন, ‘সরবরাহকারীদের ব্র্যান্ডগুলো সহায়তা করলে পোশাক খাতে সবুজ জ্বালানির প্রসার দ্রুততর হবে।’

গত ১৮ মাসে জিজিআইয়ের কর্মপরিধি ২০০ শতাংশ বেড়েছে এবং এর কর্মপরিধি ভবিষ্যতে আরো বাড়বে বলে জানা গেছে।

গবেষণা বলছে, বাংলাদেশের পোশাক খাতের আধিক্য থাকা শিল্প খাত পাঁচ হাজার মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করতে পারে, যা দেশটির মোট সক্ষমতার এক পঞ্চমাংশ।

এনার্জি ইকোনোমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, ‘শিল্পাঞ্চলে ছাদনির্ভর সৌরশক্তির বিপুল সম্ভাবনা আছে কিন্তু অনেক কারখানা মালিকের এই খাতে বিনিয়োগ পেতে হিমশিম খেতে হচ্ছে।’

বেস্টসেলারের মতো ফ্যাশন ব্র্যান্ডগুলো পোশাক উৎপাদনের সময় কার্বন নির্গমনের হার কমাতে চায়। বাংলাদেশের ব্র্যান্ডটির কারখানায় সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিত করে তার অনেকটাই করা সম্ভব।

বেস্টসেলারের কর্মকর্তা ফেলিসিটি টেপসেল বলেন, ‘বাংলাদেশ থেকে পণ্য কেনার এক বড় ক্রেতা হিসেবে আমরা যেসব সরবরাহকারী পরিবেশের লক্ষ্য পূরণে আগ্রহী তাদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ সূত্র : ডয়চে ভেলে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন