আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বের বায়ুদূষণে ঢাকা শীর্ষ তিনে

রাজশাহী ব্যুরো

বিশ্বের বায়ুদূষণে ঢাকা শীর্ষ তিনে
ছবি: সংগৃহীত

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ৩ নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ২৫০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২২১। এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।

এছাড়া ২১৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে রাজধানী ঢাকা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।

এ অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন