দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১২: ৫৭
ফাইল ছবি

বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় দেশের ১২ জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পাশাপাশি রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকার নদীসংলগ্ন কিছু এলাকা সাময়িকভাবে পানিতে ডুবে যেতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার ওপর রয়েছে এবং শুক্রবার তা আরো বাড়তে পারে। একইভাবে ধরলা ও দুধকুমার নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের উজানের নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি তৈরি করবে।

পদ্মা নদীর পানি আগামী তিনদিন সতর্কসীমার কাছাকাছি বা এর ওপরে থাকতে পারে। এতে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা, মুন্সীগঞ্জ ও ঢাকার নিম্নাঞ্চল আংশিকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও আগামী তিনদিনের মধ্যে সতর্কসীমা অতিক্রম করতে পারে। বিশেষ করে চরাঞ্চল ও নিম্নভূমিতে নতুন করে পানি ঢুকে পড়তে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার, ধরলা ও আত্রাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাবে। এছাড়া ব্রহ্মপুত্র–যমুনা অববাহিকার চরাঞ্চলে বন্যার ঝুঁকি আরো বাড়বে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, ভারত ফারাক্কা বাধের সব গেট খুলে দেয়ায় পানি বেড়েছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। টি-বাঁধ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত