আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আমার দেশ অনলাইন
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সতর্কবার্তায় অধিদপ্তর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সংস্থাটি জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে— সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকার আকাশ সকালের পর থেকেই মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়ার তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপর একটি সক্রিয় মৌসুমি চাপ রয়েছে, যার প্রভাবেই উপকূলীয় ও আশপাশের জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিপাতের ধারা শুধু আজ নয়, সারা সপ্তাহজুড়েই থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন