গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। শনিবার ইস্তাম্বুলে এ বৈঠক হয়। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং আলোচকদের প্রধান খলিল আল-হায়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর মিডল ইস্ট মনিটরের।
বৈঠকে হামাস প্রতিনিধিদল জানায়, তারা যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলছে। ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের তথ্য প্রদান করেছেন তারা।
বৈঠকে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিত করতে তুরস্কের নিবিড় প্রচেষ্টা এবং ইসরাইলের চুক্তি লঙ্ঘন প্রতিরোধের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এছাড়া, গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার উপায় নিয়েও আলোচনা করেছে দুইপক্ষ। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরো এক লাখ ৭১ হাজার মানুষ।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা
পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ২