এইচ এম নাজমুল হুদা
ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি ব্যবস্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে ইসরাইল। মধ্যপ্রাচ্যের এ রাষ্ট্র দুটির মধ্যকার বৈরিতার ইতিহাস কয়েক দশকের। কিন্তু এ ধরনের হামলার ঘটনা এবারই প্রথম। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানির বাজার অস্থিতিশীল হয়ে যাওয়ারও সমূহ আশঙ্কা রয়েছে।
শনিবার ভোরে ইরানের জ্বালানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল একটা গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে আক্রমণ চালিয়েছে। পাশাপাশি রাজধানীর অপর একটি তেল পরিশোধনাগারও পুড়ে গেছে। এর আশপাশে বিশেষায়িত বাহিনীর উপস্থিতিও লক্ষ করা গেছে।
ইসরাইলের আক্রমণের পরে ইরানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র সাউথ পার্সে আগুন ধরে যায়। এরপর সেখান থেকে গ্যাস উত্তোলন আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিবেশী দেশ কাতারেও গ্যাস সরবরাহ করা হতো।
ইসরাইল কর্তৃক ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা এবং শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার পরে গত শুক্রবারে শুরু হয় হামলা-পাল্টা হামলার ঘটনা। বিশ্বের নানা প্রান্ত থেকে যুদ্ধ প্রশমনের আহ্বান সত্ত্বেও তেহরান ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইলের আক্রমণের জবাব দিয়েছে।
ইরানের রাষ্ট্রচালিত মিডিয়ার তথ্যমতে, প্রথম দুদিনের ইসরাইলি আক্রমণে কমপক্ষে ৮০ জন নিহত এবং আরো ৮০০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ শিশুও রয়েছে। এদিকে ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের হামলায় তাদের ১০ নাগরিক নিহত ও ১৮০ জন আহত হয়েছেন।
ইরানের জ্বালানি ব্যবস্থার ওপর ইসরাইলের এই অভূতপূর্ব আকস্মিক আক্রমণের ফলে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এর ফলে বিশ্বে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ওপর আবার দেশ দুটি একে অপরকে আরো বেশি হামলার হুমকি দিয়ে যাচ্ছে। তাহলে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা কোনগুলো? আর এগুলো কেনইবা এত গুরুত্বপূর্ণ?
কোন জ্বালানি স্থাপনাগুলোয় ইসরাইল আক্রমণ করল?
যুক্তরাষ্ট্রের সংগঠন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, ইরানের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের মজুত এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের মজুত। দীর্ঘদিন ধরেই ইরানের এই জ্বালানি অবকাঠামোর দিকে ইসরাইলের দৃষ্টি রয়েছে।
সাম্প্রতিক সংঘর্ষের আগ পর্যন্ত ইসরাইল তেমনভাবে ইরানের জ্বালানি সক্ষমতাকে টার্গেট করেনি। ইসরাইল তার মিত্রশক্তিগুলোর অনুরোধের কারণেই ইরানের জ্বালানি সক্ষমতাকে এতদিন টার্গেট করেনি, কারণ এর ফলে বিশ্বে তেল-গ্যাসের দাম বেড়ে যেতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রও এমন হামলার পক্ষে নয়। কিন্তু পরিস্থিতি আর আগের মতো নেই।
গত শুক্রবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুমকি দিয়ে বলেছেন, যদি ইরান তাদের ওপর পালটা হামলা করে, তাহলে তেহরানে আগুন জ্বলবে। শনিবার ভোরে সেই কথার প্রতিফলন দেখা গেল। তেহরান শহরের দুই বিপরীত প্রান্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর একটা সাহরান জ্বালানি ও গ্যাস ক্ষেত্র। এটি মধ্য তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। অপরটি ইরানের সর্ববৃহৎ তেল পরিশোধনাগার সাহার রে। এটি তেহরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
ইরানের স্টুডেন্টস নিউজ নেটওয়ার্ক সাহার রে-তে ইসরাইলি আক্রমণের ব্যাপারটা বারবার অস্বীকার করলেও এটা স্বীকার করেছে যে, পরিশোধনাগারের বাইরে একটা জ্বালানিবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। তবে কীভাবে আগুন লাগল সে সম্পর্কে তারা মুখ খোলেনি।
কিন্তু ইরানের জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইসরাইল শাহারান ডিপোতে আক্রমণ করেছে। তখনো এখানে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইরানের দক্ষিণে বুশেহর প্রদেশের সমুদ্রতীরবর্তী সাউথ পার্স এলাকায়ও ইসরাইলের বিমানগুলো আক্রমণ চালিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই গ্যাসক্ষেত্রটি জাতীয়ভাবে ইরানের দুই-তৃতীয়াংশ গ্যাসের চাহিদা মিটিয়ে থাকে। ইরান এই গ্যাসক্ষেত্রটি থেকে প্রতিবেশী কাতারকেও গ্যাস সরবরাহ করে থাকে। কাতারে এই জায়গাটি নর্থ ফিল্ড নামে পরিচিত।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি আক্রমণের ফলে ফেইজ-১৪ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সেখানে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এর ফলে একটা বিদেশি সংস্থাকেও কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে। অথচ এখান থেকে দিনপ্রতি ১২ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদিত হতো।
পৃথক একটি আক্রমণের ফলে ফজর জাম নামক গ্যাসক্ষেত্রে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল। এটা ইরানের অন্যতম বৃহৎ জ্বালানি পরিশোধন ক্ষেত্র। বুশেহর শহরেও আগুন দেখা গেছে। এই শহরে আবার সাউথ পার্স থেকে আসা জ্বালানি পরিশোধন করা হয়। ইরানের জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এখানেও ইসরাইল হামলা করেছিল।
হামলার শিকার এই জায়গাগুলো কেন গুরুত্বপূর্ণ?
শাহারান তেলের ডিপো হচ্ছে তেহরানের বৃহত্তম তেলের মজুত ও সরবরাহ কেন্দ্র। এর ১১টা ট্যাঙ্কারে ২৬০ মিলিয়ন লিটার ধারণক্ষমতা রয়েছে। এটা রাজধানীতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে উত্তর তেহরান অঞ্চলে পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানিও সরবরাহ করা হয়।
তেহরান রিফাইনারি দক্ষিণ তেহরানের শাহর-ই-রে জেলায় অবস্থিত। এটা তেহরান ওয়েল রিফাইনারি কোম্পানি নামের একটা সরকারি প্রতিষ্ঠান চালায়। দেশের অন্যতম পুরোনো এই জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠানে দিনে ২ লাখ ২৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়।
বিশেষজ্ঞদের মতে, পরিশোধনাগারের কার্যক্রমে যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে, তাহলে ইরানের সবচেয়ে জনবহুল এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকাটিতে তীব্র জ্বালানি সমস্যা দেখা দিতে পারে।
ইরানের দক্ষিণে পারস্য উপসাগরে অবস্থিত সাউথ পার্স গ্যাসক্ষেত্রে আনুমানিক ১ হাজার ২৬০ ট্রিলিয়ন কিউবিক ফিট ব্যবহারযোগ্য গ্যাসের মজুত আছে। এ হিসেবে সমগ্র বিশ্বের আবিষ্কৃত গ্যাসের ২০ শতাংশই এখানে রয়েছে।
এদিকে, ফাজর-এ-জাম রিফাইনারিতে আক্রমণের ফলে দেশীয় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের দক্ষিণ ও মধ্য প্রদেশগুলো ইতোমধ্যেই বেশ সংকটাপন্ন। সরকারি হিসাবমতে, ইরানে জ্বালানি সরবরাহের অভাবে প্রতিদিন ২৫০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হচ্ছে।
বিশ্ববাজারে অস্থিরতা
বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেই ইরান আবার ঘোষণা দিয়েছে, তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। এই সিদ্ধান্তের ফলে তেলের মূল্য বহুগুণ বেড়ে যেতে পারে।
হরমুজ প্রণালির একপাশে ইরান এবং অন্যপাশে ওমান ও আরব আমিরাতের অবস্থান। এটাই পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র জলপথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এখান থেকেই পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, এটা হচ্ছে তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ।
প্রথম দিনের সংঘর্ষে ইসরাইল জ্বালানি খাতটিকে টার্গেট করেনি। পরে কিছুটা কমলেও শুক্রবারের আক্রমণের পর তেলের দাম ৯ শতাংশ বেড়ে গিয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, বাজার আবার চালু হতেই তেলের দাম বহুগুণে বেড়ে যাবে।
অ্যালান ইয়ের মিডল ইস্ট ইনস্টিটিউটের একজন প্রখ্যাত কূটনৈতিক বিশেষজ্ঞ। তিনি মনে করেন, ইসরাইল যুক্তরাষ্ট্রকে এই আক্রমণে অংশগ্রহণ করাতে চেষ্টা করেছিল। তার মতে, ইসরাইলের দিক থেকে দেখতে গেলে, ইসরাইল রেজিম চেঞ্জ করতে না পারলেও অন্তত রেজিম চেঞ্জকে উৎসাহিত করবে এবং চূড়ান্ত পর্যায়ে ওই রেজিম চেঞ্জ করে ফেলবে।
তার মতে, ‘ইরানের হাতে খুব বেশি অপশন নেই। ইরানকে নিজের দেশে মুখ রক্ষার জন্য কিছু হামলা করতে হবে। কিন্তু ইরান যে ইসরাইলের অভ্যন্তরে খুব বড় কিছু ঘটিয়ে ফেলবে বা ইরানের আক্রমণের প্রভাবে ইসরাইল বোমা হামলা থামিয়ে দেবে, এমন সম্ভাবনা খুবই কম। আবার বৈশ্বিক পরিমণ্ডলেও ইরানের খুব বেশি মিত্র দেশ নেই, যদি থাকত তাহলেও ইসরাইল তাতে খুব পাত্তা দিত না। ইসরাইল এরই মধ্যে দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক মতামতকে তারা থোড়াই কেয়ার করে।’
আল জাজিরা অবলম্বনে
ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি ব্যবস্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে ইসরাইল। মধ্যপ্রাচ্যের এ রাষ্ট্র দুটির মধ্যকার বৈরিতার ইতিহাস কয়েক দশকের। কিন্তু এ ধরনের হামলার ঘটনা এবারই প্রথম। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানির বাজার অস্থিতিশীল হয়ে যাওয়ারও সমূহ আশঙ্কা রয়েছে।
শনিবার ভোরে ইরানের জ্বালানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল একটা গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে আক্রমণ চালিয়েছে। পাশাপাশি রাজধানীর অপর একটি তেল পরিশোধনাগারও পুড়ে গেছে। এর আশপাশে বিশেষায়িত বাহিনীর উপস্থিতিও লক্ষ করা গেছে।
ইসরাইলের আক্রমণের পরে ইরানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র সাউথ পার্সে আগুন ধরে যায়। এরপর সেখান থেকে গ্যাস উত্তোলন আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিবেশী দেশ কাতারেও গ্যাস সরবরাহ করা হতো।
ইসরাইল কর্তৃক ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা এবং শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার পরে গত শুক্রবারে শুরু হয় হামলা-পাল্টা হামলার ঘটনা। বিশ্বের নানা প্রান্ত থেকে যুদ্ধ প্রশমনের আহ্বান সত্ত্বেও তেহরান ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইলের আক্রমণের জবাব দিয়েছে।
ইরানের রাষ্ট্রচালিত মিডিয়ার তথ্যমতে, প্রথম দুদিনের ইসরাইলি আক্রমণে কমপক্ষে ৮০ জন নিহত এবং আরো ৮০০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ শিশুও রয়েছে। এদিকে ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের হামলায় তাদের ১০ নাগরিক নিহত ও ১৮০ জন আহত হয়েছেন।
ইরানের জ্বালানি ব্যবস্থার ওপর ইসরাইলের এই অভূতপূর্ব আকস্মিক আক্রমণের ফলে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এর ফলে বিশ্বে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ওপর আবার দেশ দুটি একে অপরকে আরো বেশি হামলার হুমকি দিয়ে যাচ্ছে। তাহলে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা কোনগুলো? আর এগুলো কেনইবা এত গুরুত্বপূর্ণ?
কোন জ্বালানি স্থাপনাগুলোয় ইসরাইল আক্রমণ করল?
যুক্তরাষ্ট্রের সংগঠন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, ইরানের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের মজুত এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের মজুত। দীর্ঘদিন ধরেই ইরানের এই জ্বালানি অবকাঠামোর দিকে ইসরাইলের দৃষ্টি রয়েছে।
সাম্প্রতিক সংঘর্ষের আগ পর্যন্ত ইসরাইল তেমনভাবে ইরানের জ্বালানি সক্ষমতাকে টার্গেট করেনি। ইসরাইল তার মিত্রশক্তিগুলোর অনুরোধের কারণেই ইরানের জ্বালানি সক্ষমতাকে এতদিন টার্গেট করেনি, কারণ এর ফলে বিশ্বে তেল-গ্যাসের দাম বেড়ে যেতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রও এমন হামলার পক্ষে নয়। কিন্তু পরিস্থিতি আর আগের মতো নেই।
গত শুক্রবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুমকি দিয়ে বলেছেন, যদি ইরান তাদের ওপর পালটা হামলা করে, তাহলে তেহরানে আগুন জ্বলবে। শনিবার ভোরে সেই কথার প্রতিফলন দেখা গেল। তেহরান শহরের দুই বিপরীত প্রান্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর একটা সাহরান জ্বালানি ও গ্যাস ক্ষেত্র। এটি মধ্য তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। অপরটি ইরানের সর্ববৃহৎ তেল পরিশোধনাগার সাহার রে। এটি তেহরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
ইরানের স্টুডেন্টস নিউজ নেটওয়ার্ক সাহার রে-তে ইসরাইলি আক্রমণের ব্যাপারটা বারবার অস্বীকার করলেও এটা স্বীকার করেছে যে, পরিশোধনাগারের বাইরে একটা জ্বালানিবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। তবে কীভাবে আগুন লাগল সে সম্পর্কে তারা মুখ খোলেনি।
কিন্তু ইরানের জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইসরাইল শাহারান ডিপোতে আক্রমণ করেছে। তখনো এখানে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইরানের দক্ষিণে বুশেহর প্রদেশের সমুদ্রতীরবর্তী সাউথ পার্স এলাকায়ও ইসরাইলের বিমানগুলো আক্রমণ চালিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই গ্যাসক্ষেত্রটি জাতীয়ভাবে ইরানের দুই-তৃতীয়াংশ গ্যাসের চাহিদা মিটিয়ে থাকে। ইরান এই গ্যাসক্ষেত্রটি থেকে প্রতিবেশী কাতারকেও গ্যাস সরবরাহ করে থাকে। কাতারে এই জায়গাটি নর্থ ফিল্ড নামে পরিচিত।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি আক্রমণের ফলে ফেইজ-১৪ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সেখানে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এর ফলে একটা বিদেশি সংস্থাকেও কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে। অথচ এখান থেকে দিনপ্রতি ১২ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদিত হতো।
পৃথক একটি আক্রমণের ফলে ফজর জাম নামক গ্যাসক্ষেত্রে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল। এটা ইরানের অন্যতম বৃহৎ জ্বালানি পরিশোধন ক্ষেত্র। বুশেহর শহরেও আগুন দেখা গেছে। এই শহরে আবার সাউথ পার্স থেকে আসা জ্বালানি পরিশোধন করা হয়। ইরানের জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এখানেও ইসরাইল হামলা করেছিল।
হামলার শিকার এই জায়গাগুলো কেন গুরুত্বপূর্ণ?
শাহারান তেলের ডিপো হচ্ছে তেহরানের বৃহত্তম তেলের মজুত ও সরবরাহ কেন্দ্র। এর ১১টা ট্যাঙ্কারে ২৬০ মিলিয়ন লিটার ধারণক্ষমতা রয়েছে। এটা রাজধানীতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে উত্তর তেহরান অঞ্চলে পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানিও সরবরাহ করা হয়।
তেহরান রিফাইনারি দক্ষিণ তেহরানের শাহর-ই-রে জেলায় অবস্থিত। এটা তেহরান ওয়েল রিফাইনারি কোম্পানি নামের একটা সরকারি প্রতিষ্ঠান চালায়। দেশের অন্যতম পুরোনো এই জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠানে দিনে ২ লাখ ২৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়।
বিশেষজ্ঞদের মতে, পরিশোধনাগারের কার্যক্রমে যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে, তাহলে ইরানের সবচেয়ে জনবহুল এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকাটিতে তীব্র জ্বালানি সমস্যা দেখা দিতে পারে।
ইরানের দক্ষিণে পারস্য উপসাগরে অবস্থিত সাউথ পার্স গ্যাসক্ষেত্রে আনুমানিক ১ হাজার ২৬০ ট্রিলিয়ন কিউবিক ফিট ব্যবহারযোগ্য গ্যাসের মজুত আছে। এ হিসেবে সমগ্র বিশ্বের আবিষ্কৃত গ্যাসের ২০ শতাংশই এখানে রয়েছে।
এদিকে, ফাজর-এ-জাম রিফাইনারিতে আক্রমণের ফলে দেশীয় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের দক্ষিণ ও মধ্য প্রদেশগুলো ইতোমধ্যেই বেশ সংকটাপন্ন। সরকারি হিসাবমতে, ইরানে জ্বালানি সরবরাহের অভাবে প্রতিদিন ২৫০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হচ্ছে।
বিশ্ববাজারে অস্থিরতা
বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেই ইরান আবার ঘোষণা দিয়েছে, তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। এই সিদ্ধান্তের ফলে তেলের মূল্য বহুগুণ বেড়ে যেতে পারে।
হরমুজ প্রণালির একপাশে ইরান এবং অন্যপাশে ওমান ও আরব আমিরাতের অবস্থান। এটাই পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র জলপথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এখান থেকেই পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, এটা হচ্ছে তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ।
প্রথম দিনের সংঘর্ষে ইসরাইল জ্বালানি খাতটিকে টার্গেট করেনি। পরে কিছুটা কমলেও শুক্রবারের আক্রমণের পর তেলের দাম ৯ শতাংশ বেড়ে গিয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, বাজার আবার চালু হতেই তেলের দাম বহুগুণে বেড়ে যাবে।
অ্যালান ইয়ের মিডল ইস্ট ইনস্টিটিউটের একজন প্রখ্যাত কূটনৈতিক বিশেষজ্ঞ। তিনি মনে করেন, ইসরাইল যুক্তরাষ্ট্রকে এই আক্রমণে অংশগ্রহণ করাতে চেষ্টা করেছিল। তার মতে, ইসরাইলের দিক থেকে দেখতে গেলে, ইসরাইল রেজিম চেঞ্জ করতে না পারলেও অন্তত রেজিম চেঞ্জকে উৎসাহিত করবে এবং চূড়ান্ত পর্যায়ে ওই রেজিম চেঞ্জ করে ফেলবে।
তার মতে, ‘ইরানের হাতে খুব বেশি অপশন নেই। ইরানকে নিজের দেশে মুখ রক্ষার জন্য কিছু হামলা করতে হবে। কিন্তু ইরান যে ইসরাইলের অভ্যন্তরে খুব বড় কিছু ঘটিয়ে ফেলবে বা ইরানের আক্রমণের প্রভাবে ইসরাইল বোমা হামলা থামিয়ে দেবে, এমন সম্ভাবনা খুবই কম। আবার বৈশ্বিক পরিমণ্ডলেও ইরানের খুব বেশি মিত্র দেশ নেই, যদি থাকত তাহলেও ইসরাইল তাতে খুব পাত্তা দিত না। ইসরাইল এরই মধ্যে দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক মতামতকে তারা থোড়াই কেয়ার করে।’
আল জাজিরা অবলম্বনে
এই বছর অর্থনীতির নোবেল পুরস্কার দেওয়া হয়েছে উদ্ভাবন ও সৃজনশীল ধ্বংসের প্রক্রিয়া (creative destruction) কীভাবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে সেই গবেষণার ওপর। নতুন প্রযুক্তি ও ধারণা পুরোনো ব্যবস্থাকে প্রতিস্থাপন করে সমাজ যখন পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকে, তখনই টেক
৮ ঘণ্টা আগে‘মনের তালা খুলল কে, চাবিওয়ালা, চাবিওয়ালা!’ প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সেই সুরেলা প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়াচ্ছি! তবে ব্যক্তিগত জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে। এই রাষ্ট্রের জীবনেও একটা বিশেষ তালা আছে, আর তার নাম আর্টিকেল ৭০! এই তালা লাগানো হয়েছিল সেই সব মাননীয়র জন্য, যাদের মধ্যে ‘ছাগলীয়’ প্রবৃত্তি রয়ে
৮ ঘণ্টা আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রায়ই তার পরম বন্ধু বলে বেশ গৌরবের সঙ্গে প্রচার করে থাকেন। ভিন্ন দেশের এ দুই রাজনীতিবিদের প্রগাঢ় বন্ধুত্বের মূল সূত্র হলো মুসলমানদের প্রতি তাদের তীব্র ঘৃণা। বর্তমান বিশ্বে ইসলামোফোবিয়ায় আক্রান্ত শীর্ষ দুটি
৮ ঘণ্টা আগেগাজার ভবিষ্যৎ নিয়ে যখন হতাশা চরমে, তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এক নতুন ‘২০ দফার শান্তি পরিকল্পনা’। সেখানে তিনি নিজেকে বসিয়েছেন একটি তথাকথিত ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে।
১ দিন আগে