ঢাকা কলেজে পাঠকমেলার প্রথম বৈঠক

আহমাদ ছাদিক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ২২: ১২

সম্প্রতি ‘আমার দেশ পাঠকমেলা’ ঢাকা কলেজ শাখার নবগঠিত ‘কার্যনির্বাহী পর্ষদ ২০২৫’ গঠিত হওয়ার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় কলেজ অডিটোরিয়ামে। বৈঠকটি একদিকে যেমন ছিল সদস্যদের পরিচিতির মিলনমেলা, তেমনি ছিল দায়িত্ব ভাগাভাগি ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণের এক বাস্তব প্রয়াস।

সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধভিত্তিক এই সংগঠনের গুরুত্বপূর্ণ এই বৈঠকে—উপস্থিত সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণের মাঝে ছিল গভীর আগ্রহ, উদ্দাম উৎসাহ, চোখভরা প্রত্যাশা ও দায়িত্ববোধের ছাপ।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি সাইফুল ইসলাম অপু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিহাদ হোসাইন। সংগঠনের মৌলিক দর্শন, লক্ষ্য ও মানবিক শিক্ষা আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে নিজেদের মধ্যে হয় প্রেরণামূলক আলোচনা। দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি পর্বে প্রতিটি সদস্য তার পদ ও সংশ্লিষ্ট ভূমিকার ব্যাখ্যা তুলে ধরেন। অভ্যন্তরীণ শৃঙ্খলা, কার্যকর দায়িত্ববণ্টন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

ওই বৈঠকে আগামী এক বছরের জন্য কয়েকটি তাৎপর্যপূর্ণ কার্যক্রমের খসড়া ও পরিকল্পনা উপস্থাপিত হয়। এর মধ্যে রয়েছে নিয়মিত পাঠচক্র, সাহিত্যসভা, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ও বার্ষিক স্মারক প্রকাশ। সদস্যরা কলেজশিক্ষার্থীদের মাঝে সচেতনতা, পাঠচর্চা ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখেন। বিশেষ গুরুত্ব পায় পাক্ষিক পাঠচক্রের আয়োজন, জাতীয় ও সাহিত্যপত্রিকার সম্পাদকীয় বিশ্লেষণ, বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বই পাঠ, কলেজ ক্যাম্পাসে একটি সুসজ্জিত পাঠাগার স্থাপন এবং মানবিক বিষয়ে বিশেষ সেমিনার আয়োজন।

সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, প্রতি মাসে কমপক্ষে একটি পূর্ণাঙ্গ সাধারণ সভা এবং একটি কার্যনির্বাহী পর্ষদ বৈঠক অনুষ্ঠিত হবে। আর কার্যকারিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভাগভিত্তিক সাব-কমিটি গঠন করা হবে, যারা নির্দিষ্ট দায়িত্ব ও প্রকল্প নিয়ে নিবেদিতভাবে কাজ করবে। বৈঠকের শেষ পর্যায়ে সদস্যরা একমত হন যে, পাঠ, চিন্তা ও বোধের জাগরণই একটি মানবিক ও আলোকিত সমাজ গঠনের প্রধান হাতিয়ার এবং সেই লক্ষ্যেই পাঠকমেলার যাত্রা থাকবে নিরবচ্ছিন্ন ও মননশীল।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দুই যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল হাসান ও ইয়াসিন আরাফাত, সাহিত্য সম্পাদক আহমাদ ছাদিক, সাংস্কৃতিক সম্পাদক নূর ইসলাম, পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন হৃদয় ও অর্থ সম্পাদক আশিকুর রহমান। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহাগ হোসেন, আমিনুল ইসলাম, মো. জুলফিকার হাবিবুর রহমান এবং ওমর ফারুক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত