'মুসলিম উম্মাহর ইতিহাস ও উত্থান-পতনের কারণ বিশ্লেষণ' গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২২: ২৫

আন্তর্জাতিক ইসলামী বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহর ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে রুহামা পাবলিকেশন প্রকাশিত ইফতেখার সিফাত সংকলিত “মুসলিম উম্মাহর ইতিহাস ও উত্থান-পতনের কারণ বিশ্লেষণ” শীর্ষক বইটির মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি তারেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডা. শামসুল আরেফিন শক্তি, জাকারিয়া মাসউদ, আবু মুহাম্মদ রফিকুজ্জামান, ফজল রাব্বি, সাইফুল্লাহ দুজা ও আহমেদ জুনায়েদসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ইতিহাস একটি জাতির আয়না। মুসলিম উম্মাহ নিজেদের অতীত গৌরব ও শিকড় ভুলে যাওয়ার কারণেই আজ বিভক্ত ও দুর্বল। তাই সঠিক ইতিহাস জানা এবং তা থেকে শিক্ষা নেওয়া জরুরি। বক্তাদের মতে, এই বই পাঠকদের সামনে তুলে ধরবে উম্মাহর গৌরবময় ইতিহাস, পতনের কারণ এবং পুনর্জাগরণের দিকনির্দেশনা।

বইটিতে নবী-রাসূলদের সংগ্রাম, খেলাফতের উত্থান-পতন, মুসলিম সাম্রাজ্যের বিস্তার-বিলুপ্তি এবং সমকালীন বিশ্বের বাস্তবতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

রুহামা পাবলিকেশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, বইটি পাঠকদের জন্য হবে এক স্বচ্ছ আয়না, যেখানে তারা চিনতে পারবেন নিজেদের আসল পরিচয়, শিকড় এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয়।

অনুষ্ঠান শেষে বক্তারা আশা প্রকাশ করেন, বইটি তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন করে তুলবে এবং উম্মাহর ঐক্য ও নেতৃত্ব পুনর্গঠনে ভূমিকা রাখবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত