সব শহীদ ও অধ্যাপিকা মাহমুদা বেগমের স্মরণে রাঙ্গুনিয়ায় দোয়া

নজরুল ইসলাম তালুকদার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৬: ৩২

জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের স্মরণে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের রাঙ্গুনিয়া আমার দেশ পাঠকমেলার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠকমেলার রাঙ্গুনিয়ার সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী।

বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নুরুল আবছার তালুকদার।

সংগঠনের সাধারণ সম্পাদক ও চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, অ্যাডভোকেট এহসানুল হক, অ্যাডভোকেট মুহাম্মদ ইব্রাহিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তালুকদার, অ্যাডভোকেট আজিম উদ্দিন লাভলু, জাহেদ সিকদার, সড়ক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, অ্যাডভোকেট সরোয়ার কামাল, অধ্যাপক সুদর্শন বডুয়া, অধ্যাপক মিজানুর রহমান শাহীন, অধ্যাপক আনিসুল হক, চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কলিম হোসেন, এসএম মহিউদ্দিন বাবু প্রমুখ।

এ সময় প্রধান অতিথি শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ জুলাই শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, আবু সাঈদরা বুক পেতে গুলির সামনে দাঁড়িয়ে গোটা জাতিকে এই বার্তা দিয়ে গেছেন ‘আমরা জীবনকে ভয় করি না, জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে পিছিয়ে যাব না।’

অধ্যাপক ইকবাল হোসেন তালুকদার অধ্যাপক মাহমুদা বেগমকে স্মরণ করে বলেন, তিনি এমন এক গর্বিত মা যার গর্ভে মাহমুদুর রহমানের মতো সাহসী মানুষ জন্ম নিয়েছেন। যে মাহমুদুর রহমানের সাহসী কলমই প্রথম চিনিয়েছে এদেশের বুকে জেঁকে বসা ফ্যাসিস্টকে।

অন্য বক্তারা আরো বলেন, অধ্যাপক মাহমুদা বেগম ছয় দশকের বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় যুক্ত থেকে দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি এক শিক্ষাব্রতী ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল।

তারা আরো বলেন, এই মহীয়সী নারী বিগত আওয়ামী সরকারের দমননীতির শিকার হয়েছেন। শুধু মাহমুদুর রহমানের মা হওয়ার কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানসিক নিপীড়ন চালানো হয়েছে তার ওপর। সেই মামলার ভার নিয়েই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে।

ওই স্মরণসভায় পাঠকমেলার সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। পাঠকমেলার সহসভাপতি লোকমান, পাঠচক্র-বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরান, কোষাধ্যক্ষ ওবায়দুল, প্রচার সম্পাদক শহীদুল্লাহ্সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিব উল্লাহ রব্বানী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত