আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোটার হতে ইসি ভবনে তারেক রহমান

আমার দেশ অনলাইন

ভোটার হতে ইসি ভবনে তারেক রহমান

ভোটার হবার জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি ইসি ভবনে পৌঁছান।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন তারেক রহমান। ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন তিনি। বাকী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসিতে আসছেন।

এর আগে শুক্রবার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আমার দেশকে তিনি জানান, ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।

ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় একমাত্র তারেক রহমানই ভোটার হচ্ছেন, এমনটি নয়। এর আগে অনেকেরই এভাবে ভোটার হওয়ার নজির আছে। ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী ভোট অনুষ্ঠানের আগের দিনও ভোটার হওয়া যায়।

দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে যাওয়ার পর দেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু হয়েছিল। সে সময়ে দেশে না থাকায় তিনি ভোটার হতে পারেননি।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। আগামী ২৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন। সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে দেশের যেকোনো নাগরিকের ভোটার হওয়া বাধ্যতামূলক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন