আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-৩ আসনে জাতীয় পার্টিসহ ৮ জনের মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

ঢাকা-৩ আসনে জাতীয় পার্টিসহ ৮ জনের মনোনয়ন বাতিল

ঢাকা-৩ আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুকসহ আটজনের মনোনয়ন বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম। বাতিল হওয়া বাকি সাতজন স্বতন্ত্র প্রার্থী।

জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুকের মনোনয়ন বাতিল হয় ৩ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে।

বিজ্ঞাপন

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোজাদ্দেদ আলী বাবু ও মোহাম্মদ রিয়াজ উদ্দিনের মনোনয়ন বাতিল হয় ঋণখেলাপের কারণে। স্বতন্ত্র প্রার্থী রেজাউল কবির পল, নাজিম উদ্দিন মাস্টার, পারুল মোল্লা, মনির হোসেনসহ ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার কারণে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন