হানাহানির রাজনীতি বন্ধে ছাত্র-জনতার ঐক্য জরুরি: ডা. ইরান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ২১: ১২

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নবীন প্রবীণদের ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এক সাগর রক্তের মাধ্যমে যে নতুন স্বপ্নের বাংলাদেশ দেশবাসী প্রত্যাশা করছে তা নস্যাৎ হতে দেব না। দুর্নীতি লুটপাট, দোষারোপ হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে সামা সুবিচার ও মানবিক বাংলাদেশ গড়ার লড়াই সংগ্রাম জোরদার করতে হবে। তাই ছাত্র মিশনের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত হতে হবে।

শুক্রবার বিকেল ৫টায় কাঁটাবনে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. ইরান বলেন, আমরা দুর্নীতি দুঃশাসন চাই না, আমরা শান্তি সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। আমরা বিচারহীনতার সংস্কৃতির অবসান করে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। লুটপাটের রাজনীতির কারণে বাংলাদেশ মাথা তুলতে পারেনি। দুর্নীতিবাজ রাজনীতিবীদ, আমলা ও সরকারি কর্মচারী কর্মকর্তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে ছাত্র ও যুবসমাজের ভূমিকা রাখতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত