পোস্টে কাদের

‘৫ আগস্টের পর ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার চেষ্টা করছে ছাত্রদল’

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৬: ৩২
আব্দুল কাদের।

পাঁচ আগস্ট পরবর্তীতে ছাত্রদল ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আব্দুল কাদের বলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃবৃন্দের ওপর হামলা করেছে। ৫-ই আগস্ট পরবর্তীতে ছাত্রদল ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তবে আমরা সেটা হতে দেব না। শিক্ষাঙ্গণ সন্ত্রাসমুক্ত রাখবোই, এটা জুলাইয়ের অঙ্গীকার। যারাই ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে।

Abdul kader

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার তিন নেতার ওপর হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের বিরুদ্ধে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে বিভাগে আটকে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে মারধর শুরু করে। এসময় একই বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম তাকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা।

একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম-আহবায়ক ফারুককেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করে। আহত ফয়সাল মুরাদ ও ফেরদৌস ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত