এনসিপির সংবাদ সম্মেলন চলছে
আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৯: ৩৭

সংবাদ সম্মেলনে কথা বলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
এর আগে শনিবার বিকেল ৫টার দিকে এনসিপি এক বার্তায় জানায়, সংবাদ সস্মেলনে নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com