শিবিরকে চ্যালেঞ্জকারী বামজোট প্রার্থীকে ফরহাদের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৮: ১১

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফরহাদ লিখেছেন, বিভিন্ন গোষ্ঠী তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছবি এডিট ও ভিডিও বানিয়ে অপপ্রচার চালালেও ফাহমিদার এ ধরনের প্রচেষ্টার বদলে “আইনি উদ্যোগ” নেওয়াকে তিনি তুলনামূলকভাবে ভালো পদক্ষেপ হিসেবে দেখছেন।

তিনি লিখেছেন, আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা বামজোট নেত্রীকে তার এ উদ্যোগের জন্য আমি অভিনন্দন জানাই।

০৪ নম্বর ব্যালট প্রার্থী ফরহাদ পোস্টে উল্লেখ করেন, “বিভিন্ন গোষ্ঠী কর্তৃক দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ছবি এডিট ও ভিডিও বানিয়ে অপপ্রচার চালানোর চেয়ে আপনার এই আইনি উদ্যোগ অনেক ভালো একটি অ্যাপ্রোচ।”

ডাকসুর জিএস পদপ্রার্থী ফরহাদ দৃঢ়ভাবে জানান, বাধা, ষড়যন্ত্র বা অপকৌশল সত্ত্বেও তার প্রচারণা চালিয়ে যাবেন। “আমাদের যাত্রা অব্যাহত থাকবে—বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল থামাতে পারবে না; আমরা থামব না, ইনশাআল্লাহ।”

বামজোট সমর্থিত প্রার্থী বি এম ফাহমিদা আলম রবিবার হাইকোর্টের বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির বেঞ্চে এ রিট দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

ডাকসু নির্বাচনে আইনি লড়াই ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক প্রচারণার ভিন্নতর কৌশল ছাত্ররাজনীতির ক্রমবর্ধমান মেরুকৃত প্রেক্ষাপটে প্রার্থীদের মধ্যে তীব্র টানাপোড়েনকে নতুন মাত্রা দিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত