আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে কোনো দল নয়, স্বতন্ত্র হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

আমার দেশ অনলাইন
নির্বাচনে কোনো দল নয়, স্বতন্ত্র হিসেবে লড়বেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদস্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। তার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।  অবশেষে ঘোষণা কোনো দলে নয়; স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন