কাদেরের পোস্ট

‘আ.লীগের ১৭ বছর লেগেছিল, বিএনপির ১৭ মাসও লাগেনি’

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৭: ১৭
আব্দুল কাদের।

গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, আওয়ামী লীগ আইয়ামে জাহেলিয়াত কায়েম করতে সতেরো বছর লেগেছিল, বিএনপি সতেরো মাস পার হওয়ার আগেই দেশে আবারো আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনছে।

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন—নিজেরা নিজেরা মারামারি করতেছে, একে-অন্যের মাংস খুবলে খাচ্ছে, চাঁদা না দিলে গণহারে ধর্ষণ করতেছে, দিনদুপুরে জনসম্মুখে খুন করে লাশের ওপর উন্মাদের মতো নৃত্য করতেছে, সাধারণ জনগণকে জিম্মি করে রাখতেছে!

আব্দুল কাদের বলেন—এটা অশনিসংকেত। নব্বইয়ের গণ অভ্যুত্থান পরবর্তীতে বিএনপি-ই প্রথম গণঅভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গ করেছে, এবারও সেইম। এবার তো আরো বেপরোয়া, আরো উন্মাদ! ক্ষমতা, অর্থ, প্রভাব-প্রতিপত্তির নেশায় উন্মাদ বনে যাওয়া বিএনপিকে থামানোর উপায় কি?

তবে আশার বাণী হচ্ছে, চব্বিশের গণঅভ্যুত্থানের দেশ প্রেমিক তারুণ্য এখনো জেগে আছে, আশার আলো ছাড়াচ্ছে। কোনোভাবেই এদেশে আইয়ামে জাহেলিয়াত ফিরতে দেওয়া যাবে না, দেব না।

Kader status bnp

এর আগে বৃহস্পতিবার ছাত্রদলকে উদ্দেশ্য করে এক পোস্টে আব্দুল কাদের বলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃবৃন্দের ওপর হামলা করেছে। ৫-ই আগস্ট পরবর্তীতে ছাত্রদল ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তবে আমরা সেটা হতে দেব না। শিক্ষাঙ্গণ সন্ত্রাসমুক্ত রাখবোই, এটা জুলাইয়ের অঙ্গীকার। যারাই ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত