কলম প্রতীক চেয়ে জাগ্রত পার্টির চিঠি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৮: ০৩
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৮: ৩০

দলীয় প্রতীক হিসেবে ‘কলম’ চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি। রোববার দলটির মুখপাত্র ও প্রেস অ্যান্ড মিডিয়া উইং কাজী শামসুল ইসলাম এ চিঠি দেয়।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাগ্রত পার্টির জন্য ‘কলম’ প্রতীক বরাদ্দ চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি ইসি সচিব বরাবর একটি চিঠি দেয়া হয়। ২২ জুন নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন শেষে সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় আরো কয়েকটি দল প্রতীক হিসেবে ‘কলম’ চেয়েছে। কিন্তু গত বছর ২৮ নভেম্বর জাগ্রত পার্টির জন্মলগ্নে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে দলীয় প্রতীক হিসেবে ‘কলম’ ব্যবহার করা হয়। এছাড়া নির্বাচন কমিশন ঘোষিত নিবন্ধন কার্যক্রমের একেবারে শুরুর দিকেই দলীয় প্রতীক হিসেবে ‘কলম’ চেয়ে ইসিতে চিঠি দেয় জাগ্রত পার্টি।

সেই চিঠির প্রেক্ষিতে কলম প্রতীকের প্রথম দাবিদার ও একমাত্র হকদার বাংলাদেশ জাগ্রত পার্টি। তাই নিবন্ধনের জন্য আবেদনকৃত নতুন রাজনৈতিক দলগুলোর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর প্রতীক বরাদ্দের সময়ে তাদের চিঠিটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহবান জানায় দলটি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত