চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের রাজনৈতিক দলগুলোর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।
বৈঠকে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি ও এলডিপির লিয়াজোঁ কমিটির সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ।
সভায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের নির্বাচন পরিচালনা, প্রচারণা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ সুষ্ঠু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে নেতারা আলোচনা করেন। শুক্রবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

