স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের মোট সম্পদ ২০ কোটি ১৫ লাখ ৫ হাজার ১৭১ টাকা। তার স্ত্রীর রয়েছে ১৫ কোটি ৫ লাখ ৪৫ হাজার ২৯৭ টাকা এবং বিয়ের সময় উপহার পাওয়া ৪০ ভরি স্বর্ণ।
আইনি তথ্যের অংশে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ১৯টি মামলা হয়েছিল। তবে এসব মামলার বেশিরভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলে হলফনামায় ঘোষণা দেওয়া হয়েছে।
গত ২৮ ডিসেম্বর কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় ড. খন্দকার মোশাররফ হোসেন এসব তথ্য উল্লেখ করেছেন।
ড. খন্দকার মোশাররফ হোসেনের নামে মোট ১৪৩ শতক কৃষি জমি এবং ২৩ শতক অকৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য ৭৮ লাখ ১৪ হাজার ৭৫০ টাকা। ঢাকা গুলশানে ৫ কাঠা জমির উপর ছয় তলা বাড়ি যার মূল্য ২ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯৩৪ টাকা।
তার স্ত্রীর নামে রয়েছে ২৭০. ৩২ শতক জমি, অকৃষি ১০ কাঠা ৭ শতক জমি। যার মূল্য উল্লেখ করা হয়েছে ১১ লাখ ৯৯ হাজার ৩ হাজার ৮৫০ টাকা।। স্ত্রীর নামে ঢাকায় বাড়ি রয়েছে ২টি, যার মূল্য ৩ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা। ঢাকা গুলশানে একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ১৮ লাখ ৮০ হাজার টাকা।
ড. খন্দকার মোশাররফ হোসেনের নামে ২টি আগ্নেয়াস্ত্র লাইসেন্স করার তথ্য উল্লেখ করা হয়েছে হলফনামায়। এছাড়াও তার হাতে নগদ অর্থ রয়েছে ৩৮ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। আর তার স্ত্রীর রয়েছে নগদ ৯ লাখ ৫ হাজার ১৬৭ টাকা। তার নামে পাজোরো জিপ ১টি, হার্ড জিপ হুন্দাই ১টি গাড়ি এবং তার স্ত্রীর নামে একটি হার্ড জিপ হুন্দাই গাড়ি রয়েছে।
এদিকে তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেনের সম্পদের পরিমাণ পাঁচ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৫৭ টাকা, ছোট ছেলে খন্দকার মারুফ হোসেনের সম্পদের পরিমাণ ৪ কোটি ২৮ লাখ ৭১ হাজার ৭৭১ টাকা এবং তার মেয়ে মাহজাবিন খন্দকারের সম্পদের পরিমাণ ২ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ ( দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তবে এই আসনে তার ছেলে খন্দকার মারুফ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

