বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না।
রোববার দুপুর ১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ও খাল খনন চালু করবে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে যে কোন মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

