জাতীয় দলে যোগ দিলেন বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক ব্যক্তি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১৮: ০৩
আপডেট : ২৭ জুন ২০২৫, ১৮: ২৭

বাংলাদেশ জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশা এবং ছাত্রদের একটি দল। শুক্রবার (২৭ জুন) ধানমন্ডিতে তারা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

বিজ্ঞাপন

জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব সাইফ রুমেলের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা যোগদান অনুষ্ঠানে আগত বিভিন্ন পেশাজীবী ও ছাত্রদেরকে স্বাগত জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই যোগদান বাংলাদেশ জাতীয় দলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দল দেশকে আর কখনো সেবাদাসে পরিণত হতে দেবে না।

নতুন যোগদানকারী সকলকে জনগণের সেবক ও খাদেম হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং জনগণের জন্যই আমরা রাজনীতি করি। বাংলাদেশ জাতীয় দলের কার্যক্রমকে গতিশীল করার জন্য আগামীতে নতুন যোগদানকারীদের কাউন্সিলের মাধ্যমে পদায়ন করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত