মার্কিন দূতাবাসের সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৬: ৪১

রাজধানীর গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনের সড়কে সোমবার বেলা ১১ টা থেকে দফায় দফায় মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। অপ্রীতিকর ঘটনা এড়াতে দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন ও সিআইডির সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

গুলশন জোনের ডিসি তারেক মাহমুদ জানান, সাড়ে তিনটার পর দূতাবাসের সামনের সড়ক থেকে বিক্ষোভকারীরা চলে গেছেন। তারপরও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করে একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা। এর আগে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন সেনা সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সেনাবাহিনী পুলিশ ও র‍্যাব দূতাবাসের সামনের সড়কের মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ করছিলেন। তাঁরা গাজায় ইসরায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় একদল তরুণ মিছিল বের করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

আজ সকাল থেকে প্রেসিডেন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এবং বাংলাদেশ নৌ-বাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থীরা পরে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলের সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

নিরাপত্তা জোরদার করা হয়েছে গুলশান এলাকায় থাকা অন্য দূতাবাসগুলোতেও। ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা সদস্যদের ও সতর্ক পাহারায় রাখা হয়েছে দিনভর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত