আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি

স্টাফ রিপোর্টার

জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

আজ সোমবার বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যে আসন বণ্টন নিয়ে সমঝোতা আলোচনা হয়েছে। আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে। মনোনয়নপত্র জমা দেয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হবে।

ফেনী-২, বরিশাল-৩ এবং পটুয়াখালী-১ আসনে জামায়াত তাদের প্রার্থী দেয়নি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন জামায়াতের ৮ দলীয় নির্বাচনী সমঝোতার সাথে তারা যুক্ত আছেন এবং আলোচনা চলমান আছে।

রোববার জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি ও এলডিপি। এবি পার্টি যোগ দিলে এই জোটে মোট দলের সংখ্যা হবে ১১টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন