সিঙ্গাপুরের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৯

সিঙ্গাপুর প্রজাতন্ত্রের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো, হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি অফিসার ডে আর্নদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত