
স্টাফ রিপোর্টার

কেন আমাকে বিদেশে যেতে বাধা দেওয়া হলো সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
তিনি বলেন, আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশে যেতে দেওয়া হলো না? এই সরকার মহান ’২৪ এর গণ-অভ্যুত্থানের সরকার।আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ড. প্রফেসর মুহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার গভীর শ্রদ্ধা, সম্মান রয়েছে।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারো ভুল তথ্যে বা ষড়যন্ত্রের বিভ্রান্ত হবেন না। আমিসহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক, মানবিক অধিকার রক্ষায় তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমি বলতে চাই, আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠার সর্বদা সচেষ্ট আছি এবং থাকবো।
তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজন, দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সর্বাঙ্গীণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।
গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে যেতে না দেওয়ার ঘটনার স্মৃতিগুলো তুলে ধরেন বিএনপির এই নেতা।
গতকাল সকালে ব্যাংকক যাওয়ার জন্য হসরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এহছানুল হক মিলনকে ইমিগ্রেশন বিভাগ যেতে বাধা দেয়। ফলে তিনি যেতে পারেননি।
পরে অবশ্য এছসানুল হক মিলন গণমাধ্যমকে জানান, ‘আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে ‘মিলন’ নামটি লেখা নেই। আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। তবে এর বাইরে কোনো ষড়যন্ত্র আছে কিনা জানি না।

কেন আমাকে বিদেশে যেতে বাধা দেওয়া হলো সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
তিনি বলেন, আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশে যেতে দেওয়া হলো না? এই সরকার মহান ’২৪ এর গণ-অভ্যুত্থানের সরকার।আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ড. প্রফেসর মুহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার গভীর শ্রদ্ধা, সম্মান রয়েছে।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারো ভুল তথ্যে বা ষড়যন্ত্রের বিভ্রান্ত হবেন না। আমিসহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক, মানবিক অধিকার রক্ষায় তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমি বলতে চাই, আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠার সর্বদা সচেষ্ট আছি এবং থাকবো।
তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজন, দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সর্বাঙ্গীণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।
গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে যেতে না দেওয়ার ঘটনার স্মৃতিগুলো তুলে ধরেন বিএনপির এই নেতা।
গতকাল সকালে ব্যাংকক যাওয়ার জন্য হসরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এহছানুল হক মিলনকে ইমিগ্রেশন বিভাগ যেতে বাধা দেয়। ফলে তিনি যেতে পারেননি।
পরে অবশ্য এছসানুল হক মিলন গণমাধ্যমকে জানান, ‘আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে ‘মিলন’ নামটি লেখা নেই। আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। তবে এর বাইরে কোনো ষড়যন্ত্র আছে কিনা জানি না।


জুলাই সনদ স্বাক্ষরের পর সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
১০ মিনিট আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে দেশের যে সংকট, তা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। আমি বিশ্বাস করি সেই সংকট কেটে যাবে। এদেশের জনগন সব সময় দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ ছিল। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে।
২৮ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক, পেশাগত ও সামাজিক উন্নয়ন লক্ষ্য করে মাসব্যাপী নানা আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির তালিকা প্রকাশ করে।
১ ঘণ্টা আগে
রাসূল (সা.) প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের আদলে দেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায় ইনসাফের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানিয়েছেন।
১ ঘণ্টা আগে