সবাইকে অবাক করে বাসা থেকে পায়ে হেঁটে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকেল ৪টায় হেঁটে গুলশান কার্যালয়ে পৌঁছান তিনি। এর আগে নৌবাহিনীর সদরদপ্তরের মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে গুলশান-২ নম্বরের বাসায় যান। এরপর তিনি পায়ে হেঁটে গুলশান কার্যালয়ের উদ্দেশে রওয়ানা দিয়ে ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছান।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির মিডিয়া সেলের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

