নিয়মিত বৈঠকে ইসলামী আন্দোলন

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা ছাড়া বিকল্প নাই

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১: ৩৪
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২১: ৫৫

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া ছিলো দেশকে চিরদিনের জন্য স্বৈরাচারমুক্ত করা। এই চাওয়া পূরণ করতে হলে দেশের রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা ছাড়া কোনো বিকল্প নাই।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি ও তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এতে বৈঠকে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, পিআর নিয়ে দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে একধরণের ঐকমত্য তৈরি হয়েছে। গণমানুষও পিআরের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। ইসলামী আন্দোলন পিআর নিয়ে দেশের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও অংশীজনদের সঙ্গে বোঝাপড়া আরো ঘনিষ্ঠ করতে চায়। তারই অংশ হিসেবে ১২ জুলাই গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, পিআর নিয়ে প্রায়োগিক মাত্রার সব প্রশ্নের সমাধান উঠে আসবে ওই বৈঠক থেকে। জুলাই প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলনের লড়াই অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ‍জুলাই শহীদ দিবসে দেশের প্রতিটি থানায় শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। আহতদের সম্মাননা প্রদান করা হবে এবং স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করা হবে। ৫ আগস্ট দেশের প্রতিটি থানায় গণমিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। ৫ আগস্ট সকাল থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে ডকুমেন্টারি প্রদর্শন ও জুলাই স্মৃতিচারণা অনুষ্ঠান হবে। বিকাল দুইটা থেকে সমাবেশ ও গণমিছিলের কার্যক্রম শুরু হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ হারুনুর রশিদ, মাওলানা নুরুল করীম আকরাম, এবিএম জাকারিয়া, মুফতি কেফায়েতুল্লাহ কাশফি প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত